বন্যার দুর্ভোগের মাঝে মাঠেই নামতে চায় না রিয়াল
৫ নভেম্বর ২০২৪ ১০:২০
স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় আক্রান্ত স্পেন। ভ্যালেন্সিয়া অঞ্চলের এই বন্যায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ, ক্ষতি হয়েছে অপূরণীয়। বন্যার প্রভাব পড়েছে স্পেনের ফুটবলেও। এই সপ্তাহে রিয়াল মাদ্রিদের ম্যাচসহ লা লিগায় বেশ কয়েকটি খেলা স্থগিত করা হয়েছে বন্যার কারণে। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলানের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, বন্যার দুর্ভোগের মাঝে মাঠেই নামতে চাইছে না রিয়াল।
স্পেনের পূর্বাঞ্চলের বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫০ এর বেশি মানুষ, নিখোঁজ আরো অনেকেই। দেশের এমন পরিস্থিতিতে ফুটবল খেলার কোনো উৎসাহ খুঁজে পাচ্ছেন না আলচেলত্তি, ‘এই সপ্তাহটা আমাদের জন্য অনেক বেদনার। আমরা সবাই ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানাই। এটা আমাদের আবেগের জায়গা। আমরা ভ্যালেন্সিয়ার খুব কাছাকাছি অবস্থান করছি। এই পরিস্থিতিতে ফুটবল খেলা কিংবা খেলা নিয়ে কিছু বলাও কঠিন। সংবাদ সম্মেলনটা যত ছোট করা যায় সেই চেষ্টাই করব।’
লা লিগার ম্যাচের মতো চ্যাম্পিয়নস লিগের ম্যাচও স্থগিত করা উচিত ছিল বলেই মানছেন আনচেলত্তি, ‘দলের সবার অবস্থান পরিষ্কার। আমরা কেউই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ এই মুহূর্তে খেলতে চাচ্ছি না। ম্যাচ পিছিয়ে নেওয়াই সঠিক সিদ্ধান্ত হতো বলে আমি মনে করি। কিন্তু আমরা তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে নেই। উপরে যারা বসে আছেন তাদের সিদ্ধান্তেই খেলত হবে।’
রাতে এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। বার্নাব্যুতে মাঠে নামলেও কতটুক মনোযোগ দিতে পারবেন দলের ফুটবলাররা সেটা নিয়েই দুশ্চিন্তায় আছেন আনচেলত্তি, ‘এই অবস্থায় ম্যাচে মনোযোগ দেওয়া কঠিন। তবে মিলানের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত কারণ আমরা পেশাদার। নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলা ও জয়ের চেষ্টা করব। এটা আমাদের করতেই হবে।’
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৩ ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে রিয়াল।
সারাবাংলা/এফএম