Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্দিওলাকে বিশ্বের সেরা কোচ মানেন আমোরিম

স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ১২:০৮

আমোরিম-গার্দিওলা

৪০ দিনের ব্যবধানে দুইবার ডাগআউটে মুখোমুখি হবেন তারা। তবে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার বিপক্ষে এই দুই ম্যাচে রুবেন আমোরিম থাকবেন দুই ক্লাবের দায়িত্বে! রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্পোর্টিং লিসবনের হয়ে এই টুর্নামেন্টে শেষবারের মতো ডাগআউটে নামছেন আমোরিম। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরিম বলছেন, তার নজরে এই মুহূর্তে গার্দিওলাই বিশ্বের সেরা কোচ।

চ্যাম্পিয়নস লিগে সবশেষ পেপ গার্দিওলার সিটির বিপক্ষে আমোরিমের লিসবন খেলেছিল ২০২২ সালে। সেবার দ্বিতীয় রাউন্ডে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে হেরে বাদ পড়েছিল লিসবন। এবার গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে দুই দলের। ইউনাইটেডে যোগ দেওয়ায় এটাই চ্যাম্পিয়নস লিগে লিসবনের হয়ে আমোরিমের শেষ ম্যাচ।

বিজ্ঞাপন

ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে সিটির মুখোমুখি হওয়ার আগে আমোরিম বলছেন, গার্দিওলাকেই সেরা মানেন তিনি, ‘সিটি বিশ্বসেরা দল, তাদের কোচও সেরা। শেষবার যখন সিটির মুখোমুখি হয়েছিলাম, তখনকার চেয়ে এখন নিজেকে ভালো কোচ মনে করি। তবে একই সাথে গার্দিওলাও অনেক এগিয়ে গেছেন! পার্থক্যটা তাই থেকেই গেছে আমাদের মাঝে। গার্দিওলা অন্য কোচদের জন্য অনুপ্রেরণা।’

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সিটিকে হারিয়ে দিলে ইউনাইটেডের কোচ হিসেবে উল্টো চাপ নিয়েই শুরু করতে হবে, এমন আশংকা করছেন আমোরিম, ‘ম্যাচের ফলাফল নেতিবাচক হলে আমাকে নিয়ে প্রত্যাশা কমবে। আমার মনে হয় না এটা খুব একটা খারাপ হবে! কিন্তু যদি সিটিকে হারিয়ে দেই, তাহলে ইউনাইটেডে সবাই ভাবতে শুরু করবে তাদের নতুন ‘ফার্গুসন’ এসে গেছেন! এই প্রত্যাশার চাপকে মানিয়ে চলা খুব কঠিন। তবে আমি লিসবনের হয়ে শেষ ম্যাচগুলোতে জয় পেতে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

পেপ গার্দিওলা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি রুবেন আমোরিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর