Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারকে আগেই সতর্ক করেছিলেন ডাক্তার

স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ১৩:১৮

ইনজুরিতে হতাশ নেইমার

ইনজুরির কারণে দীর্ঘ এক বছর খেলার বাইরে ছিলেন তিনি। সুস্থ হয়ে সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে মাঠে নেমে কিছুদিন আগে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। তবে সেই হাসি বেশিদিন স্থায়ী হলো না। গত রাতে বদলি হিসেবে আল হিলালের হয়ে মাঠে নেমে আধ ঘন্টার মাঠে আবার ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন নেইমার। ম্যাচ শেষে নেইমার জানিয়েছেন, মাঠে নামলে ইনজুরির শঙ্কা আছে, ডাক্তাররা তাকে এই ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন।

বিজ্ঞাপন

গত অক্টোবরে পাওয়া ইনজুরির কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল নেইমারকে। সেই ইনজুরির কারণে এক বছরের বেশি সময় খেলার বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান। সুস্থ হয়ে ক্লাবের পক্ষে মাঠে নামলেও বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল স্কোয়াডে নেইমারকে রাখেননি ব্রাজিল কোচ দরিভাল। নেইমারের সুস্থতার কথা মাথায় রেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি, এমনটাই জানিয়েছিলেন ব্রাজিল কোচ।

ব্রাজিলের হয়ে না নামলেও আল হিলালের হয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে গত রাতে মাঠে নেমেছিলেন নেইমার। ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা নেইমার ৩০ মিনিটের মাঝেই বল দখল করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। ৮৮ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।

নেইমারের ইনজুরি ঠিক কতোটা গুরুতর, সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। নেইমার অবশ্য নিজের ইন্সটাগ্রামে জানিয়েছেন, ডাক্তার তাকে আগেই সতর্ক করেছিলেন, ‘আশা করছি খুব বড় কিছু হয়নি। এক বছর পর মাঠে নামলে এমন কিছু যে হতে পারে, সেই ব্যাপারে ডাক্তাররা আমাকে আগেই সতর্ক করেছিলেন। আমাকে আরও বেশি সতর্ক হয়ে খেলতে হবে। আমি আরও বেশি সময় মাঠে থাকতে চাই।’

সারাবাংলা/এফএম

আল হিলাল ইনজুরি নেইমার ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর