Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দীতে আলেমদের মহাসম্মেলন, রাজধানী জুড়ে ভয়াবহ যানজট

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১২:৫০

রাজধানীজুড়ে তীব্র যানজট

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আলেমদের ইসলামি মহাসম্মেলন। সম্মেলনে যোগ দিতে সকাল থেকে দলে দলে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। সড়কগুলোতে এক রকম মানুষের ঢল নেমেছে। এ কারণে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। ঘণ্টা পার হয়ে গেলেও সিগন্যাল ক্লিয়ার করতে পারছেন না ট্রাফিক সদস্যরা। ফলে যানজটে স্থবির হয়ে আছে নগরীর বিভিন্ন সড়ক।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর প্রবেশ পথ যাত্রাবাড়ী, বাণিজ্যিক এলাকা মতিঝিল, গুলিস্তান, আজিমপুর, টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মগবাজার, তেঁজগাও সড়ক গাড়িতে ঠাসা। এদিকে সকাল থেকে খুব ভোগান্তি পার করে অফিসে পৌঁছেছেন কর্মজীবীরা। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন বিভিন্ন হাসপাতালে যাওয়া রোগীরা।

বিজ্ঞাপন

গুলিস্তানে আদ দীন হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাকে নিয়ে যাচ্ছিলেন শরীফুল ইসলাম। তিনি সারাবাংলাকে বলেন, ‘মা কিডনি জটিলতায় ভুগছেন। গত রাত থেকে ইউরিন পাস বন্ধ হয়ে যায়। ঢাকা মেডিকেলের পরিচিত এক চিকিৎসকের কথায় সেখানে নিয়ে যাচ্ছি। কিন্তু দেড় ঘণ্টা ধরে গুলিস্তানে জ্যামে আটকে আছি।’

রাজধানীজুড়ে তীব্র যানজট

গুলিস্তানে কথা হয় মিরপুর রুটের গাড়ি শিকড় পরিবহণের চালকে মাহমুদের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘যাত্রাবাড়ী থেকে সকাল ১০টায় গাড়ি ছেড়ে সোয়া ১২টায় গুলিস্তান পর্যন্ত এসে পৌঁছেছি। আজ মিরপুর ১২ নম্বরে কতক্ষণে পৌঁছাতে পারব, বুঝতে পারছি না।’

স্টার্ট বন্ধ করে রেখেছেন সিএনজি চালক মোহসীন। তিনি বলেন, ‘কখন ছাড়ে তা তো বলা যাচ্ছে না। শুধু শুধু গ্যাস পুড়িয়ে কী করব? যাত্রী নেমে গেছে আধা ঘণ্টা আগে।’ এ সময় অনেক যাত্রীকেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় ইসলামি মহাসম্মেলন হবে। দেশের সর্বস্তরের ওলামা- মাশায়েখ ও জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সেই ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে বিভিন্ন সড়ক দিয়ে মহাসমাবেশে যোগ দিতে হাজির হোতে থাকেন আলেমরা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া ও দ্বীনের হেফাজতের লক্ষ্যে এই সম্মেলন হচ্ছে।

উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদরাসাভিত্তিক আলেমরা।

সারাবাংলা/জেআর/ইআ

আলেম-ওলামা তীব্র যানজট সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর