প্রশাসনিক ভবনে তালা দিয়ে জবি শিক্ষার্থীদের আন্দোলন
৫ নভেম্বর ২০২৪ ১৫:১৩
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রধান ফটকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভে পরিণত হয়। এ সময় শিক্ষার্থীরা ভবনের প্রধান ফটক আটকে দেয়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা- ‘দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন, কবে দিবে প্রশাসন?’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, যত পারো রক্ত নাও, সেনাবাহিনীর হাতে ক্যাম্পাস দাও’, ‘জমি নিতেই ৬ বছর, হল হতে কয় বছর’, ‘টেন্ডারবাজ প্রশাসন চলবে না, চলবে না, মুলা ঝুলানো প্রশাসন চলবে না, চলবে না’, ‘বছরের পর বছর যায় প্রশাসন শুধু মুলা ঝুলায়সহ প্রশাসনকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থী রায়হান হাসান রাব্বী বলেন, তিন দফা দাবিতে আমরা আজ প্রশাসনিক ভবনের দুটি গেটে তালা লাগিয়ে দিয়েছি।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আমরা ভেবেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে উপাচার্য হলে দাবি আদায় হবে কিন্তু তা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মুলা ঝুলিয়ে রেখেছে। আমরা আর মুলায় বিশ্বাসী না। যদি কেউ মনে করে চক্রান্ত করে দ্বিতীয় ক্যাম্পাসের কাজে দুর্নীতি করবেন তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের উৎখাত করতে প্রস্তুত আছে।
সারাবাংলা/ইআ