চট্টগ্রামে জালনোটসহ যুবক গ্রেফতার
১০ জুন ২০১৮ ১২:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: ঈদ বাজারে জাল টাকা ছড়াতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো. ফারুক (৩৬) নামে এক যুবক। তার কাছ থেকে ৩৭টি জালনোট উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ জুন) দিবাগত রাতে ফারুককে নগরীর স্টেশন রোডে পরীস্থান মার্কেটের সামনে থেকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
ফারুকের কাছে ২৬টি এক হাজার টাকার নোট এবং ১১টি ৫০০ টাকার নোট পাওয়া গেছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি বলেন, জব্দ হওয়া জাল নোটগুলোর নম্বর একই। জাল নোট সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করে ঈদের বাজারে সেগুলো ব্যবহারের জন্য এনেছিল ফারুক। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি।
ফারুক চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া গ্রামের আনু মিয়ার ছেলে।
সারাবাংলা/আরডি/টিএম