Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৬:০৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

ঢাকা: আরও ২৯ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর (পিআইডি)। রোববার (৩ নভেম্বর) এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে এ বিষয়টি মঙ্গলবার (৫ নভেম্বর) জানা গেছে।

পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদফতরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এবার যাদের কার্ড বাতিল করা হয়েছে তারা হলেন— মঞ্জুরুল আহসান বুলবুল, ইমদাদুল হক মিলন, রাহুল রাহা, নুরুল আমিন প্রভাষ, সোহেল হায়দার চৌধুরী, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আহমেদ জোবায়ের, আবেদ খান, জয়দেব চন্দ্র দাশ, দীপ আজাদ, জহিরুল ইসলাম মামুন (জ. ই. মামুন), মো. ওমর ফারুক, হোসনে আরা মমতা ইসলাম সোমা, হায়দার আলী, মাসুদা ভাট্টি, কুদ্দুস আফ্রাদ, সাইফুল ইসলাম, নাজনীন নাহার মুন্নী, নাদিম কাদির, মধুসূদন মন্ডল, আশিষ ঘোষ সৈকত, চৌধুরী জাফরউল্লাহ শরাফত, কিশোর কুমার সরকার, রফিকুল ইসলাম রতন, নাসির উদ্দিন, সৈয়দ আশিকুর রহমান, অখিল কুমার পোদ্দার, অঞ্জন রায় ও ইখতিয়ার উদ্দিন।

এর আগে, ২৮ অক্টোবর ২০ সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়।

তারা হলেন— প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক ডিজি জাফর ওয়াজেদ, নয়াদিল্লির সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক ও বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা, ওমেননিউজ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ফরিদা ইয়াসমিন, দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাষ চন্দ্র সিংহ রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, এটিএন নিউজের সাবেক প্রধান বার্তা প্রধান মুন্নী সাহা, আমাদের সময় ডটকমের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ফ্রিল্যান্স সাংবাদিক মিথিলা ফারজানা, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী ও ডিবিসি নিউজের সাবেক সম্পাদক প্রণব সাহা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর