লেবানন থেকে ফিরছেন আরও ১৬৭ জন বাংলাদেশি
স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৬:৫১
৫ নভেম্বর ২০২৪ ১৬:৫১
ঢাকা: ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে আরও ১৬৭ জন বাংলাদেশি দেশে ফিরবেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাত ১২টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সহযোগিতায় চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন।
সেখানে বলা হয়, যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে তাদেরকে দেশে ফেরানো হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইওএম বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেবানন থেকে ফিরিয়ে আনা বাংলাদেশিদের অভ্যর্থনা জানাবেন।
উল্লেখ্য, এ নিয়ে এ পর্যন্ত ৫০৫ জন দেশে ফিরতে পেরেছেন।
সারাবাংলা/জেআর/এমপি