Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৯

নেত্রকোনা: জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় সেচযন্ত্রের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেকজন।

মঙ্গলবার (৫ নভেম্বর) কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- শুনই গ্রামের (ফকির বাড়ির) অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিক ফকির (৫০) ও তার গৃহস্থালির সহকারী লোকমান মিয়া (২৪)। এছাড়া, আহত হয়েছেন জাহিদুল ইসলাম নামে অপর একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোলা ইউনিয়নের শুনই গ্ৰামের শানু ফকিরের বাড়ির সামনে কৃষিকাজের সেচযন্ত্রে বিদ্যুতের কাজ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন দুই ব্যক্তি। এ সময় আরও একজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর