Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করের হার কমায় গতি ফিরেছে পুঁজিবাজারে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৯:১৭

করহার কমানোর কারণে শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি লেনদেনে গতি ফিরেছে

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির মূলধনী মুনাফায় করের হার কমানোর ফলে ঊর্ধমুখী ধারায় ফিরেছে সূচক।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে শেয়ার বিক্রিতে অর্জিত মূলধনী মুনাফার ওপর করহার কমানোর কারণে শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি লেনদেনে গতি ফিরেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, সে সঙ্গে বেড়েছে সব সূচক।

দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ১১২ পয়েন্ট বেড়েছে এবং লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। একই অবস্থা দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বেড়েছে সব সূচক। দিনেশেষে সিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ৩০০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।
বিপরীতে দাম কমেছে ৬৫টি প্রতিষ্ঠানের এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ দিন ডিএসইতে সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা। একদিনে লেনদেন বেড়েছে ২৭৪ কোটি ৪৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

এটি গত ২ সেপ্টেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।

ওদিকে, পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৯১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৭টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে পাঁচ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ছয় কোটি ৫৫ লাখ টাকা।

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শেয়ার বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর