Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভারের এক লেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২০:২২

মহাখালী ফ্লাইওভার। ছবি: সংগৃহীত

ঢাকা: ৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মহাখালী ফ্লাইওভারের এক লেনে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ মঙ্গলবার এ তথ্য জানায়।

এর ফলে ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী ও ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

বিজ্ঞাপন

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপেনশন জয়েন্টগুলো প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

তিনি জানান, আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

গুলশান ট্রাফিক বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত নগরবাসী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বরাতে আপনাদের সবার অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মহাখালী ফ্লাইওভারের এক্সপানশন জয়েন্টগুলোর প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে।

এ জন্য ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহনগুলো শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে। আর আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরেরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ বন্‌ধ মহাখালী ফ্লাইওভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর