Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ দিনের মধ্যে জকসু নীতিমালা চায় জবি ছাত্রশিবির

জবি করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১০:৪০

সংবাদ সম্মেলনে ১৫ দিনের মধ্যে জকসু নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা

জবি: ১৫ কার্যদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) স্থায়ী নীতিমালা ও ৬০ দিনের মধ্যে জগসু নির্বাচন দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (৫ নভেম্বর) উপাচার্য বরাবর স্বারক লিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শাখা ছাত্রশিবির। এর আগে, এসব দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের কাছে স্মারকলিপি দেন তারা।

জকসু প্রসঙ্গে তারা বলেন, সুস্থধারার ছাত্র-রাজনীতি প্রবর্তন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে দাবি-দাওয়া পেশের একটি সুন্দর সংযোগ স্থাপনের লক্ষ্যে ছাত্রসংসদ (জকসু) কার্যকর করতে হবে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জকসু সংক্রান্ত স্থায়ী নীতিমালা প্রণয়ন এবং পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচনের ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের পক্ষে স্বাগত দেন শাখার সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম এবং লিখিত দাবি উপস্থাপন করেন শাখা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার।

এছাড়াও সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লব চেতনা রক্ষা, জকসু, বর্তমান ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন সংকট নিরসন, প্রশাসন ও নিয়োগ সংক্রান্ত, শিক্ষা ও গবেষণা, মেডিকেল, ক্যাফেটেরিয়া, ছাত্রকল্যাণ ও পরিবহন সংক্রান্ত ৬৯টি দাবি উপস্থাপন করেন।

সারাবাংলা/ইআ

ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর