Wednesday 06 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বাসে ফাঁটল, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ১১:০৯

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সদ্য পদচ্যুত দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি ও বিশ্বাসে ফাঁটল ধরায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সংক্ষিপ্ত এক চিঠিতে গ্যালান্টকে পদচ্যুত করার জানানো হয়।

ওই চিঠিতে নেতানিয়াহু গ্যালান্টকে বলেছেন, এই চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার মেয়াদ শেষ হবে।

চিঠির শেষে নেতানিয়াহু লেখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ।

গ্যালান্টের স্থলাভিষিক্ত হবে পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার। যদিও এর আগে এ পদে তার দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের শুরুতে ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। তবে যুদ্ধের শেষে এসে বিশ্বাসের ফাঁটল ধরেছে।

তিনি বলেন, যুদ্ধ পরিচালনায় তারা অস্বীকৃতি জানিয়েছে। ইয়োভ গ্যালান্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সিদ্ধান্ত বর্হিভূত।

গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরাইলের ‘শত্রুদের’ সহায়তা করার অভিযোগও তোলেন বেনিয়ামিন নেতানিয়াহু।

সারাবাংলা/ইআ

ইসরাইল প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত বেনিয়ামিন নেতানিয়াহু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর