৩৯ রাজ্যের ইলেক্টোরাল কলেজ: ট্রাম্প ২৩০, কমলা ২০৫
আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ১১:২০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৩:২৭
৬ নভেম্বর ২০২৪ ১১:২০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৩:২৭
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে মঙ্গলবার (৫ নভেম্বর) এবং এখনো চলমান। তবে এর মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশ হয়েছে।
সিএনএন’র তথ্য অনুযায়ী ইলেক্টোরাল ভোটে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ফলাফল অনুযায়ী এখনও পর্যন্ত ২২টি রাজ্যে বিজয়ী হয়েছেন ট্রাম্প। ফলে তিনি ওই রাজ্যগুলোর ২৩০ টি ইলেক্টোরাল কলেজ ভোট পাচ্ছেন।
অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ১৭টি রাজ্যে জয়ী হয়েছেন। তিনি পাচ্ছেন ২০৫টি ইলেক্টোরাল ভোট।
প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।
সারাবাংলা/এইচআই