নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ
৬ নভেম্বর ২০২৪ ১২:৩১
অশালীন আচরণের অভিযোগে আন্তর্জাতিক ফুটবলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনা দলে ফিরলেন গোলরক্ষক এমি মার্টিনেজ। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য এমিকে রেখেই আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। দলের নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি, তবে বাদ পড়েছেন পাউলো দিবালা।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে জয়ের পর কোপা আমেরিকার ট্রফি নিয়ে অশালীন উদযাপনের অভিযোগ এসেছিল মার্টিনেজের বিরুদ্ধে। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হেরে গিয়ে ক্যামেরাম্যানকে ধাক্কাও মেরেছিলেন তিনি। এই দুই ঘটনায় এমিকে দোষী সাব্যস্ত করে দুটি আন্তর্জাতিক ম্যাচ থেকে নিষিদ্ধ করে ফিফা। এই কারণে আর্জেন্টিনার আগের দুই বাছাইপর্বের ম্যাচে মাঠে নামতে পারেননি মার্টিনেজ।
এই মাসের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের আগে শেষ হচ্ছে এমির নিষেধাজ্ঞা। স্কালোনি তাই প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরিয়েছেন দলের এক নম্বর গোলকিপারকে। স্কোয়াডে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো, কোমোর মিডফিল্ডার নিকোলাস পাস ও লেস্টার সিটি মিডফিল্ডার ফাকুন্দা বুনোনোত্তি।
আর্জেন্টিনা স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এন্সো বারেনচেয়া। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাউলো দিবালা।
আগামী ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পাঁচদিন পর পেরুর বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা।
সারাবাংলা/এফএম