Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইং স্টেটেও এগিয়ে ট্রাম্প, কমলার আশা কমছে

আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ১২:০০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৩

মার্কিন নির্বাচনে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল দেওয়া হয়েছে। আমেরিকার ‘সুইং স্টেট’গুলোর গণনা চলছে। ফলের প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘সুইং স্টেট’গুলোতেও বাজিমাত করতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ সাত অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে পিছনে ফেলে এগিয়ে আছেন তিনিই। তার মধ্যে আবার নর্থ ক্যারোলাইনাতে ইতোমধ্যেই ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে। আর ভার্জিনিয়াতে কমলা জিতেছেন।

আমেরিকার রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটেল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত অঙ্গরাজ্যের ফলাফল নিয়ে কৌতূহল বিশ্বজুড়ে। সেই সাত অঙ্গরাজ্য— পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা। ‘উইনার টেকস ইট অল’ নীতির কারণে এই সাতটি অঙ্গরাজ্যের ভূমিকা প্রেসিডেন্ট নির্বাচনে নির্ণায়ক হতে চলেছে। এই সাত প্রদেশের মধ্যে নর্থ ক্যারোলাইনাতে জয় পেয়েছে ট্রাম্প। আর ভার্জিনিয়াতে কমলা জিতেছেন। বাকি পাঁচ প্রদেশের মধ্যে নেভাডা বাদে বাকি চারটিতেই এগিয়ে রিপাবলিকান প্রার্থী। নেভাডাতে এখনও গণনা শুরু হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তথ্য অনুযায়ী ট্রাম্প এগিয়ে রয়েছেন ২৩০ আসনে। প্রাথমিক প্রবণতা বলছে, সেই তুলনায় কমলা কিছুটা পিছিয়ে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ২১০ আসনে এগিয়ে। গণনার শেষবেলায় ‘সুইং স্টেট’গুলির ফলাফলই ভোটের ফল ঘোরাতে পারে।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর