Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের পরিত্যক্ত পিস্তল উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৪:২২

আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্বার করা হয়েছে। এরপর সেটি থানায় নিয়ে কাগজপত্র যাচাই করে দেখা যায় পিস্তলটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/ইআ

পিস্তল উদ্ধার