Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৪:২৪ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৫:৪০

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ঢাকার যানজট নিরসনে বড় একটি সমস্যা হচ্ছে প্রধান সড়কগুলোতে প্যাডেল ও ব্যাটারিচালিত রিকশার চলাচল। এসব রিকশা যেন চার্জিং পয়েন্টগুলোর মাধ্যমে ব্যাটারিতে চার্জ দিতে না পারে, সে বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদ ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে অন্যতম সমস্যা হলো রাস্তার উপর অবৈধ দোকানপাট বসা। এগুলো উচ্ছেদের জন্য সংশ্লিটদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচল। এই ধরনের রিকশা বন্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিমপি) কমিশনার মোঃ মাইনুল হাসান এনডিসি, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী-সহ ঢাকা মেট্রোপলিটন এলাকায় কর্মরত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর