Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৬:৫০

গ্রেফতার আবদুল নবী লেদু

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে দোকানকর্মী নিহতের ঘটনায় করা মামলায় চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে নগরীর খুলশী থানার গরীবউল্লাহ শাহ মাজার এলাকা থেকে র‌্যাবের চট্টগ্রাম জোনের একটি দল গ্রেফতার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার আবদুল নবী লেদু (৫০) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাসা নগরীর অক্সিজেন মোড় এলাকায়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকেলে নগরীর মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশে গুলিবিদ্ধ হয়ে মো. ফারুক (৩২) নিহত হন। ফারুক নগরীর মুরাদপুরের একটি ফার্নিচার দোকানের কর্মচারি ছিলেন। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।

র‌্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারী প্রায় ২ হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর সেদিন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ চালায়। তারা এলোপাতাড়ি বোমা বিস্ফোরণের পাশাপাশি দা-কিরিচ, লোহার রড, চাপাতি দিয়ে আঘাত করে এবং শটগান ও পিস্তল দিয়ে গুলি করে বহু ছাত্র-জনতাকে আহত করে।

গুলিবিদ্ধ হয়ে নিহত ফারুকের বাবা মো. দুলাল নগরীর পাঁচলাইশ থানায় ২৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন।

ওই মামলার আসামি আবদুল নবী লেদুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। লেদুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আরও ৫টি মামলা আছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর