Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না: শমী

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৮:০৪ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ২০:১২

শমী কায়সার, অভিনেত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা: আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অভিনেত্রী শমী কায়সার বলেছেন, আমি ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো ধরনের অর্থও দিইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটা অন্যায়। আমি কখনো কাউকে নিয়ে কটাক্ষ করিনি।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে রিমান্ড শুনানি চলাকালে তিনি এ কথা বলেছেন। শুনানি শেষে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যা চেষ্টার অভিযোগে উত্তরা পূর্ব থানার করা মামলায় অভিনেত্রী শমী কায়সারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারকে হাজির করে পুলিশ। এর পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে, তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। ওই মামলায় শমী কায়সার ২৪ নম্বর এবং তাপস ৯ নম্বর এজহারনামীয় আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর