Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৯:০২ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৯:১৫

ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চাঁদাবাজির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, গত ৩০ অক্টোবর উপজেলার বড় কাটালী গ্রামের ইউসুফ আলী খানের দায়ের করা চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোজীনা সুলতানাকে লাঞ্ছিত করাসহ একাধিক অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো