Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পকে অভিনন্দন প্রধান উপদেষ্টার, ২ দেশের সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৯:৫৫

ঢাকা: ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভিনন্দনবার্তায় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যয় জানান।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দফতর থেকে ট্রাম্পকে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও ট্রাম্পকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

এর আগে বিকেলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে বড় ব্যবধানে হারিয়ে তিনি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দায়িত্ব নিশ্চিত করেন।

ট্রাম্পকে দেওয়া অভিনন্দনবার্তায় বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য আমি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আপনার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এটাই প্রমাণ করে, আপনার নেতৃত্ব ও দূরদৃষ্টির সঙ্গে মার্কিন জনগণও একাত্ম। আমি নিশ্চিত যে আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উৎকর্ষ লাভ করবে এবং তা বিশ্বের অন্য সবাইকেও অনুপ্রাণিত করবে।’

আরও পড়ুন- কাজে লাগেনি কোনো হিসাব, অজেয় ট্রাম্প

দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার আগের মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয় ও বাড়তে থাকে। এই অংশীদারিকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’

বিজ্ঞাপন

‘আমার দৃঢ় বিশ্বাস, অংশিদারির নতুন পথের সন্ধানে আমাদের দুই বন্ধুরাষ্ট্রের একযোগে পথচলার সম্ভাবনা সীমাহীন,’— বলেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নতির জন্য আপনার প্রয়াসের সঙ্গে অংশীদার ও সহযোগিতার মাধ্যমে কাজ করতে আগ্রহী।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে। ভোটের আগে সব জনমত জরিপে কমলাই এগিয়ে ছিলেন, যদিও দুজনের ব্যবধান ছিল সামান্য। তবে ভোটের ফলাফল আসতে শুরু করলে অর্ধেকপথেই জয়ের সুবাস পেতে থাকেন ট্রাম্প।

সবশেষ খবর বলছে, তিনটি রাজ্যের ফলাফল ঘোষণা এখনো বাকি। এর বাকি ৪৭টি রাজ্যে ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ পেয়েছেন ২৭৭টি, কমলা হ্যারিস ২২৪টি। ৫৩৮টি ইলেকটোরাল কলেজের এই নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার জন্য অর্ধেক বেশি তথা ন্যূনতম ২৭০টি ইলেকটোরাল কলেজ পেতে হয় কোনো প্রার্থীকে।

সারাবাংলা/টিআর

কমলা হ্যারিস ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর