Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযানে আটক ১৯ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ২০:০৬

রাজশাহী: রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মেতে থাকা শিক্ষার্থীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে বুধবার পর্যন্ত ১৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এমন অভিযান শুরু করেছে। আড্ডা দেওয়া শিক্ষার্থীদের ধরে ধরে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। তারপর ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনও ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না, এমন মুচলেকা নিয়ে তাদের দেওয়া হচ্ছে অভিভাবকের জিম্মায়।

বিজ্ঞাপন

রাজশাহী নগরীর পদ্মাপাড়ে গেলেই অল্পবয়সী শিক্ষার্থীদের আড্ডা চোখে পড়ে। নগরের বড়কুঠি, পাঠানপাড়া, লালনশাহ মুক্তমঞ্চ, শিমলা পার্ক ও পুলিশ লাইন্স এলাকায় রোজই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় স্কুল-কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের আড্ডা। তাদের অনেকে জড়িয়ে পড়ে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডেও। তাই এদের ধরতেই এবার মাঠে নেমেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপাড়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার পদ্মার পাড়ের শিমলা পার্ক থেকে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে পার্কে ও পদ্মার পাড়ে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মত বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছু দিন থেকেই পাচ্ছেন আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ এমন অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন

পার্ক ও পদ্মাপাড়ের আড্ডা থামাতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এসআর

আটক ১৯ শিক্ষার্থী আড্ডা আড্ডাবাজ ক্লাস ফাঁকি রাজশাহী শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর