Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জব্দ ইয়াবার চালান বিক্রি: পুলিশ কনস্টেবল আটক, ৩ কর্মকর্তা ক্লোজড


১০ জুন ২০১৮ ১৩:৫৯ | আপডেট: ১০ জুন ২০১৮ ১৪:০৬

।। ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট ।।  

ময়মনসিংহ: ময়মনসিংহে আদালতের মালখানা থেকে ১২ হাজার পিস ইয়াবা গোপনে বিক্রির অভিযোগে পুলিশ কনস্টেবল আল-আমিনকে (৩০)  আটক করেছে ডিবি পুলিশ। দায়িত্বে অবহেলার অভিযোগে মালখানার  তিন পুলিশ অফিসারকে ক্লোজড করেছে জেলা পুলিশ। এরা হচ্ছেন কোর্ট ইন্সপেক্টর কামরুজ্জামান, মালখানা অফিসার সাইফুল ইসলাম এবং জিআরও মনিরুল ইসলাম।

শনিবার (৯ জুন) রাতে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সারাবাংলাকে বলেন, শুক্রবার (৮ জুন) রাত ২টায় নগরীর পুলিশ লাইন এলাকার উত্তরা বেড়িবাঁধ থেকে পুলিশের সোর্স আব্দুল মোতালেবকে ১২০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মোতালেব স্বীকার করে জেলা জজ কোর্ট পুলিশ কনস্টেবল আল-আমিন মালখানা থেকে ওই ইয়াবা তার কাছে বিক্রি করেছিলেন। পরে শনিবার রাত ১০টার দিকে আল-আমিন আটক করে ডিবি পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পুলিশ সোর্স আব্দুল মোতালেব ও কনস্টেবল আল-আমিনের নামে মামলা দায়ে করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী সারাবাংলাকে জানান, ইয়াবা বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।প্রাথমিকভাবে সোর্স আব্দুল মোতালেব ও কনস্টেবল আল-আমিন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে ওই মালখানা তিন কর্মকর্তা ইয়াবা পাচারে অভিযুক্ত কিনা জানা যাবে।

সারাবাংল/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর