Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাবির ৩ হলে মিছিল

ঢাবি করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ২৩:০৬ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ০৯:০৭

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল করেছে তিন হলের শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) বিজয় একাত্তর হল, জিয়া হল ও পল্লিকবি জসীমউদ্দিন হল থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। এস ময় তারা, টু জিরো টু ফোর, ছাত্ররাজনীতি নো মোর, দেয়ালে পোস্টার লাগালে, দুঃখ আছে কপালে, আবু সায়েদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাইসহ নানা স্লোগান দেন। এর পর শিক্ষার্থীরা নিজ নিজ হল গেটে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

এ সময় বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আসিফ খান সারাবাংলাকে বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। ছাত্রদল এরই মধ্যে ঢাবির হলগুলোতে অবস্থান নিতে শুরু করেছে। তারা আজ হলে পোস্টার লাগিয়েছে, কাল গণরুম সৃষ্টি করবে। তাই, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে আমাদের আন্দোলন চলবে।’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজয় একাত্তর হলে আসেন প্রভোস্ট অধ্যাপক আলী রেজা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের অবস্থা বুঝতে পারছি। তোমরা আমাকে একটা স্মারকলিপি দাও। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও দাও। আমি তোমাদের সঙ্গে যাব।’

উল্লেখ্য, ছাত্রদলের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পোস্টার লাগায়। সেটাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটা অংশ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে।

সারাবাংলা/এআইএন/পিটিএম

৩ হলে মিছিল ছাত্ররাজনীতি নিষিদ্ধ টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর