পাকিস্তানের সেফ হোমে বৃদ্ধা, দেশে ফেরার আকুতি
৭ নভেম্বর ২০২৪ ১৮:৫১
বগুড়া: ছয় মাস ধরে পাকিস্তানের সেফ হোমে আছেন এ বৃদ্ধা। বগুড়া জেলার শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকার বাসিন্দা তিনি। তবে নিজের নাম-পরিচয়, গ্রাম কিংবা কোনো আত্মীয় স্বজনের নাম বলতে পারছেন না তিনি। তাকে দেশে ফিরিয়ে আনতে; তার পরিবারের লোকজনের খোঁজ পেতে সহযোগিতা চেয়েছেন শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
ধারণা করা হচ্ছে বৃদ্ধা ডিমেনশিয়া রোগে ভোগছেন (ডিমেনশিয়া-মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ, এ রোগে আক্রান্তদের বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি হ্রাস পায়)। যে কারণে তিনি নাম-পরিচায় ও ঠিকানা জানাতে পারছেন না।
জানা যায়, ওই বৃদ্ধা প্রায় ছয় মাস আগে ভারতে অনুপ্রবেশ করেন। সন্দেহজনকভাবে ঘুরতে দেখে ভারতের পুলিশ তাকে আটক করেন। ওই বৃদ্ধা নাম-পরিচয় জানাতে না পারায় ও কথাবার্তায় মানসিক ভারসাম্যহীন মনে হওয়ায় তাকে পাকিস্তানের একটি ট্রেনে তুলে দেওয়া হয়। পাকিস্থানের বর্ডার অতিক্রম করলে সেখানকার সমাজসেবা কর্মীরা তাকে লাহোরের সমাজসেবার সেফ হোমে নিয়ে রাখেন।
পাকিস্তানের ওই সেফ হোম কতৃপক্ষ বৃদ্ধার নাম-পরিচয় জানার চেষ্টা করে জানতে পারেন তিনি বাংলাদেশের নাগরিক। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায়। তবে বৃদ্ধা নিজের নাম ও পারিবারে কারও নাম বলতে পারছেন না।
গত ১ নভেম্বর পাকিস্তানের লাহোরের স্টেট জেনারেল শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হককে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। এরপর সমাজসেবা কর্মকর্তা লাহোরের সমাজসেবা সেফ হোমের মনোবিজ্ঞানী ডা. রাফিয়া আহম্মেদের সাথে যোগাযোগ করেন। ওই সেফ হোম থেকে বৃদ্ধার পরিবার কিংবা স্বজনদের সন্ধান চাওয়া হয়। তাদের পাওয়া গেলে বৃদ্ধাকে দেশে পাঠানো ব্যবস্থা করা হবে বলে পাকিস্থান থেকে জানানো হয়।
এব্যাপারে শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক বলেন, পাকিস্তানের লাহোর শহরের স্টেট জেনারেল ও সমাজসেবা সেফ হোমের মনোবিজ্ঞানী ডা. রাফিয়া আহম্মেদের সাথে আমার কথা হয়েছে। বর্তমানে বৃদ্ধা ওই সেফ হোমের ত্বত্তাবধানে রয়েছেন।
বৃদ্ধাকে পরিবারের কাছে দেশে ফিরিয়ে আনতে, পরিবার ও স্বজনদের সন্ধ্যান চেয়েছেন শেরপুর উপজেলা সমাজসেবা কর্মর্কতা।
ছবির এই বৃদ্ধার পরিচয় জানাতে ০১৭১৮৭৮৬৩৮১ ও ০১৭১৪৭৪১৩১৯ ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করেন সমাজসেবা কর্মকর্তা।
সারাবাংলা/এসআর
পাকিস্তানের সেফ হোম ফেরার আকুতি বগুড়া বৃদ্ধা লাহোর শেরপুর উপজেলা সমাজসেবা