Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি ফি নির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২১:২৫

চিকিৎসক। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৪ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১৪১.০৬.০০২.২৩.৭৫ এবং ২৮.১২.২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১৪০.৩৩.০২৯.২২.৬৭৯ সংখ্যক স্মারকের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজ এর এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফি-গুলো নিম্নরূপ।

১. এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা।

২. বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা।

৩. ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা।

৪. টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৫ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এমবিবিএস কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল ১৬ লাখ ২০ হাজার টাকা।

পরবর্তীতে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে কোর্স ফি বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করে সরকার। সরকারের এই সিদ্ধান্তে এক লাফেই ভর্তি ফি ৩ লাখ ২৪ হাজার টাকা বেড়ে যায়, যা শতকরা হিসেবে ১৭ শতাংশ বাড়ানো হয়। ফি বৃদ্ধির পর থেকেই সেটির পুনর্মূল্যায়নের দাবি জানানো হয় শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন পক্ষ থেকে।

বিজ্ঞাপন

তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যায়, ২০২৪-২০২৫ সেশনে এমবিবিএস এবং বিডিএস কোর্সে সর্বশেষ ফি অনুযায়ীই ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সারাবাংলা/এসবি/পিটিএম

কলেজ টপ নিউজ ডেন্টাল নির্ধারণ বেসরকারি মেডিকেল ভর্তি ফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর