অধিনায়কের সাথে তর্কে নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার
৮ নভেম্বর ২০২৪ ০৯:৪৮
মাঠের নানা সিদ্ধান্ত নিয়ে সতীর্থ কিংবা অধিনায়কের সাথে টুকটাক তর্ক হয়তো কমবেশি সবারই হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বোলার আলজারি জোসেফ নিজ দলের অধিনায়কের সাথে তর্কে জড়িয়ে হলেন নিষিদ্ধ! ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অধিনায়ক শাই হোপের সাথে তর্কে জড়িয়ে মাঠ ছাড়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে জোসেফকে।
ঘটনার সূত্রপাত ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডের চতুর্থ ওভারে। ফিল্ডিং সাজানো নিয়ে তর্কে জড়িয়েছিলেন হোপ-জোসেফ। সেই ক্ষোভের কারণে ওই ওভারে জর্ডান কক্সের উইকেট নেওয়ার পরেও দলের সাথে উদযাপন করেননি জোসেফ। এমনকি ওভার শেষ করে কাউকে কিছু না জানিয়েই মাঠ ছাড়েন জোসেফ। এতে ১০ জনের দলে পরিণত হয় দল।
এই ঘটনায় ক্ষুব্ধ ছিল পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। পরবর্তীতে অবশ্য মাঠে ফিরেছিলেন জোসেফ, চেয়েছিলেন ক্ষমাও। তবে শেষরক্ষা হয়নি তাতে।
এমন আচরণের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জোসেফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। বোর্ডের প্রধান মাইল বাসকোম্বে জানিয়েছেন, এমন আচরণে বড় ধরনের অন্যায় করেছেন জোসেফ, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মূল্যবোধের সাথে তার আচরণ একেবারেই মানানসই নয়। এরকম আচরণ ক্ষমার অযোগ্য। এজন্যই আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছি। তাকে আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জোসেফের আচরণ হতাশ করেছে কোচ ড্যারেন স্যামিকেও, ‘খেলার মাঠে এমন আচরণ আসলে মানা যায় না। আমরা বন্ধু ছিলাম, থাকবো। কিন্তু দলের মাঝে যে পরিবেশ আমি তৈরির চেষ্টা করছি, সেখানে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা এই ব্যাপারে অবশ্যই খোলামেলা আলোচনা করব।’
সারাবাংলা/এফএম