Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিমেরিট পয়েন্ট পেল বাংলাদেশ-ভারত টেস্টের ভেন্যু

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ১০:৩০ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৮

কানপুর টেস্টের আউটফিল্ড

সিরিজের দ্বিতীয় টেস্টে কানপুরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে মাত্র আড়াই দিনের খেলাতেই ভারতের কারে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার কানপুরের সেই আউটফিল্ডকে ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করেছে আইসিসি। এতেই একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছে কানপুরের ভেন্যু।

বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তবে তৃতীয় দিনে বৃষ্টি না থাকলেও দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় ভেজা আউটফিল্ডের কারণে। বারবার মাঠ পরিদর্শন করেও খেলা মাঠে গড়াতে পারেননি দুই আম্পায়ার।

বিজ্ঞাপন

চতুর্থ ও পঞ্চম দিনে ভারতের অবিশ্বাস্য আক্রমণাত্মক ক্রিকেটে হেরে যায় বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ১২১.২ ওভারের মাঝে দুইবার অলআউট হয় বাংলাদেশ। ব্যাট হাতে ভারত ৫২ ওভারে তোলে ৩৮৩ রান।

কানপুরের এই ভেন্যুর বাজে আউটফিল্ড নিয়ে ম্যাচের সময় থেকেই চলছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত আইসিসি এই মাঠের আউটফিল্ডকে ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করেছে। একই সাথে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ৫ বছরের মাঝে আরও চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নিষিদ্ধ হবে কানপুরের ভেন্যু।

আউটফিল্ডকে  ‘অগ্রহণযোগ্য’ বললেও কানপুরের পিচকে ‘গ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে আইসিসি।

সারাবাংলা/এফএম