Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সান্তোসে ফিরছেন নেইমার?

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ১১:০৫

নেইমার

এই সান্তোসে আলো ছড়িয়েই সবার নজরে এসেছিলেন তিনি। সান্তোসের সেই তরুণ নেইমার এখন ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা। তবে ইনজুরির কারণে গত কয়েকটা বছর একেবারেই ভালো কাটছে না এই ব্রাজিলিয়ানের। এবার গুঞ্জন উঠেছে, আগামী ট্রান্সফার মৌসুমেই সৌদি ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাচ্ছেন তিনি!

সান্তোসের যুব দলে দারুণ পারফর্ম করে নেইমার জায়গা করে নিয়েছিলেন মূল দলে। সেখানে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ১৭৭ ম্যাচে ১০৭ গোল করে হয়ে উঠেছিলেন দলের সবচেয়ে বড় তারকা। সেখান থেকেই রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর পিএসজি ঘুরে গত বছর আল হিলালে পাড়ি জমান তিনি।

বিজ্ঞাপন

তবে গত অক্টোবরে পাওয়া ইনজুরি ও অস্ত্রোপচারের কারণে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। সুস্থ হয়ে মাঠে ফিরলেও দ্বিতীয় ম্যাচেই আবার ইনজুরিতে পড়েছেন তিনি। হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় এক মাসের বেশি সময় খেলার বাইরে থাকবেন তিনি।

ইনজুরির এই খবরের মাঝেই ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, আল হিলালে আর থাকতে চাইছেন না নেইমার। আগামী জানুয়ারিতে ট্রান্সফার মৌসুম শুরু হলেই শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে চাইছেন তিনি। আল হিলালের সাথে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত চুক্তি থাকলেও নেইমারকে দলে ভেড়ানোর জন্য এরই মাঝে আলোচনাও শুরু করেছে সান্তোস।

২০২৬ বিশ্বকাপের আগে নিজ দেশের ক্লাবে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান নেইমার, এমনটা জানাচ্ছে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো। আর এই কারণেই যত দ্রুত সম্ভব সান্তোসে ফিরতে চাইছেন নেইমার। শেষ পর্যন্ত চুক্তি শেষ হওয়ার আগেই নেইমারকে ছাড়বে কিনা আল হিলাল, সেটা জানা যাবে ২০২৫ সালের জানুয়ারিতেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আল হিলাল নেইমার ব্রাজিল সান্তোস

বিজ্ঞাপন

বন্ধ ১২ পোশাক কারখানা
১৯ নভেম্বর ২০২৪ ১৪:১৩

আরো

সম্পর্কিত খবর