Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহামায়া লেকে ‘দলবেঁধে’ তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১২:১৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পর্যটন স্পট মহামায়া লেকে বেড়াতে যাওয়া এক তরুণী ‘দলবদ্ধ’ ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ধর্ষণের অভিযোগ পেয়ে রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

গ্রেফতার মো. রিয়াজ (২৫) মীরসরাই উপজেলার বাসিন্দা।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, বৃহস্পতিবার বিকেলে বন্ধুর সঙ্গে ফেনী জেলা থেকে মহামায়া লেকে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। লেকের পাড়ে উঁচু জায়গায় বসে কথা বলছিলেন তারা।

‘তিন যুবক গিয়ে প্রথমে তাদের নানাভাবে উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে তিনজন মিলে ধর্ষণ করে।’

সন্ধ্যায় অভিযোগ পাবার পর রাতে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর