Friday 08 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৪:৫৪

বিএনপির সমাবেশে মানুষের ঢল। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ঢল নেমেছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। দুপুর ১২ টার মধ্যে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

র‍্যালিটি কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সারাবাংলা/এজেড/এমপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

বিজ্ঞাপন

'২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি'
৮ নভেম্বর ২০২৪ ২০:০১

আরো

সম্পর্কিত খবর