যে চ্যালেঞ্জ নিয়ে জাতীয় দলে ফিরলেন সালাহউদ্দিন
৮ নভেম্বর ২০২৪ ১৪:৪৬
ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন দ্বিতীয় মেয়াদে যুক্ত হয়েছেন জাতীয় দলের কোচিং প্যানেলে। সিনিয়র সহকারী কোচ হিসেবে ১৫ মার্চ, ২০২৫ পর্যন্ত তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। দুই দশকের বেশি সময় ধরে কোচিং করিয়ে আসা সালাহউদ্দিন জানিয়েছেন, বিশেষ এক চ্যালেঞ্জ নিয়েই জাতীয় দলে ফিরেছেন তিনি।
এর আগেও অবশ্য জাতীয় দলের কোচিং প্যানেলে ছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর থেকেই শীর্ষ পর্যায়ে আর কাজ করেননি, বিসিবিও আগ্রহ দেখায়নি তার প্রতি। এমনিতেও জাতীয় দলের কোচিং প্যানেলে দেশিরা সুযোগ পান না বললেই চলে। হেড কোচ, ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোচ; সব পদেই দেখা যায় বিদেশিদের। বয়সভিত্তিক দল, এইচপি ক্যাম্পে দেশি কোচরা কাজ করলেও জাতীয় দল পর্যন্ত যেতে পারেন না অনেকেই।
সালাহউদ্দিনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জাতীয় দলে দেশি কোচদের আসার পথাটা সুগম করেছেন। আর বাকিদের পথ দেখানোর চ্যালেঞ্জটা নিতে চান সালাহউদ্দিন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিসিবির প্রচারিত এক ভিডিওতে সালাহউদ্দিন বলেন, ‘অনেক দিন ধরেই শুনে আসছি, দেশি কোচদের একটা প্ল্যাটফর্ম করে দেবে বোর্ড ।সেই জায়গায় যদি পথ দেখাতে পারি, সেটা যত দিনের জন্যই হোক, আমার মতো দেশি কোচরাও ভালো করবে হয়তো। কোচের নিজেরও বিশ্বাস বাড়বে যে আমরাও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারি। আমার মনে হয় এটা কারও না কারও নেওয়া উচিত ছিল। সেই বিশ্বাসটা আমি রাখতে পারলে পরের জন্য অনেক বড় পথ খোলা হয়ে যাবে। কোচ-সমাজে একজন কোচ হিসেবে পথ দেখানোর একটা বড় দায়িত্ব আমার ওপর পড়ল। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
সারাবাংলা/জেটি