ভাবির সঙ্গে সম্পর্ক, বড় ভাইকে খুন
৮ নভেম্বর ২০২৪ ১৬:১৬ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৯:০৮
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাবির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বড় ভাইকেই কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরপানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে হাসান মিয়া ১১ বছর ধরে কুয়েতে থাকেন। এ সময়ের মধ্যে ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের বিয়ে বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে চার দিন আগে দেশে আসেন বড় ভাই হাসান মিয়া।
স্থানীয়রা বলছেন, বিষয়টি নিয়ে দুলু মিয়ার বাড়িতে আজ (শুক্রবার) সালিশ বসার কথা ছিল। কিন্তু এর আগেই ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় তাকে এলাকাবাসী ধরে পুলিশে দেয়।
বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, হারুনের সঙ্গে তার ভাবীর সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের বাড়িতে একাধিকবার বিচার-সালিশ হয়েছে। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর চার দিন আগে কুয়েত থেকে দেশে এসেছেন। আজ প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, দেবর-ভাবির সম্পর্ককে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযুক্ত ছোট ভাই আটক আছেন।
সারাবাংলা/এমপি/টিআর