Saturday 09 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই মুশফিক


৮ নভেম্বর ২০২৪ ১৬:২৭

আঙুলের চোটে ছিটকে গেছেন মুশফিক

আফগানিস্থানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাওয়া আঙ্গুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। মুশফিকুর রহিম এবার ছিটকে গেলেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক জানিয়েছেন, আঙ্গুলের চোটের কারণেই টেস্ট সিরিজে থাকছেন না মুশফিক।

শারজাহতে কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। সেই চোটের কারণে সিরিজের শেষ দুই ওয়ানডে খেলতে পারবেন না মুশফিক, সেটা নিশ্চিত করা হয়েছিল গতকালই। জানা গেছে, এই চোট থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে তার। এই কারণেই এই মাসের শেষভাগে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের।

বিজ্ঞাপন

ক্রিকবাজকে সেই নির্বাচক জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে না কারণ তার সেরে উঠতে এক মাস বা আরও বেশি সময় লাগবে। সেই সফরে সে ওয়ানডে খেলবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত হয়নি। হাতে যদিও এখনো সময় রয়েছে।’

আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

ম্যাচ জিতেও কেন খুশি নন শান্ত?
১০ নভেম্বর ২০২৪ ০১:২৯

খুনের ৫০ বছর পর আসামি গ্রেফতার
৯ নভেম্বর ২০২৪ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর