ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৬:৫৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৯:০৮
৮ নভেম্বর ২০২৪ ১৬:৫৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৯:০৮
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, সিঙ্গাইরের ইরতা গ্রামের নূর হোসেনের ছেলে বাঁধন হোসেন (১৯) ও জেলা সদরের গড়পাড়া গ্রামের পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। আহত লাদেন হোসেনের (১৮) বাড়ি সিঙ্গাইরের ইরতা গ্রামে।
সিঙ্গাইর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে ইরতা গ্রাম থেকে একটি মোটরসাইকেলে ওই তিন তরুণ সিঙ্গাইর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিঙ্গাইর-ইরতা সড়কের ইরতা উচ্চবিদ্যালয়ের সামনে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বাঁধন নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহী রাতুল ও লাদেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। আহত লাদেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, নিহত দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সারাবাংলা/এমপি