Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে সড়কে প্রাণ গেল অজ্ঞাত নারীর

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৭:৪৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৭:৪৭

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সড়কে প্রাণ গেল আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড় ৩টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল ঢাকা- চট্রগ্রাম রোডে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই অজ্ঞাত নারী মাতুয়াইল ইউটার্ন পাশে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কোনো এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সারাবাংলা/এসএসআর/এসআর
বিজ্ঞাপন

আরো