Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘র‌্যালিতে প্রমাণ করব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৮:১৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই র‌্যালি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। র‌্যালিতে আমরা প্রমাণ করব যে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। সেই সাথে এটাও স্মরণ করিয়ে দেব বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না।

শুক্রবার (৮ নভেম্বর) নয়াপল্টন থেকে র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা তার দোসর বাহিনী দিয়ে দেশকে লুটপাট করে খেয়েছে। আমরা ১৭ বছর তার বিরুদ্ধে লড়াই করেছি। সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। কিন্তু তার দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। আমরা যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছি। এজন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব।’

তিনি বলেন, ‘আপনারা জানেন ৭ নভেম্বর আগে খালেদ মোশাররফ এক অভ্যুত্থান করেছিল। এরপরই জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্বকে ফিরিয়ে আনতে ৭ নভেম্বর সিপাহি জনতাকে নিয়ে এই আন্দোলন করে দেশকে মুক্ত করেছেন। যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। আর এখন হাল ধরেছেন তারেক রহমান।’

এসময় অস্থায়ী মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতারা।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য শেষে তিনি র‌্যালি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৎসভবন মোড়, শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার ও ফার্মগেট হয়ে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপির লাখ লাখ নেতা-কর্মী, সমর্থক অংশ নেন।

সারাবাংলা/এজেড/এমপি

বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

চীনে গাড়ি চাপায় নিহত ৩৫
১৩ নভেম্বর ২০২৪ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর