ডেমড়ায় বিকাশ কর্মীকে খুন করে টাকা ছিনতাই
১০ জুন ২০১৮ ১৭:১১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ডেমড়া পূর্ববক্স নগর এলাকায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ওই কর্মীর মৃত্যু হয়। রবিবার (১০জুন) বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত রাশেদ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ডেমড়া সারুলিয়া এলাকায় থাকতেন।
ডেমড়া থানার পরিদর্শক (অপারেশন) নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশেদ সারুলিয়া এলাকায় একটি বিকাশ এজেন্টে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। সকালে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে পায়ে হেঁটে অফিসে যাওয়ার সময় পূর্ববক্স নগর এলাকায় গেলে মোটরসাইকেল যোগে দুই জন রাশেদকে গুলি করে হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে যায়।
তিনি আরও জানান, এ সময় রাশেদুলের মুখে ও বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএসআর/এমও