Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাট্যশালার সামনে প্রতিবাদ সমাবেশে হামলা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ২০:০৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ২০:১৩

জাতীয় নাট্যশালার সামনে সমাবেশের আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন

ঢাকা: সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় নাট্যশালার সামনে সমাবেশের আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। পরে সেখানে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকাল ৪টার পর সমাবেশে নাট্যকার, নির্দেশক ও সংগঠক মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক ডিম ছুঁড়ে মারেন বলে নাট্যকর্মীরা জানিয়েছেন। এসময় নাট্যকর্মীরা ধাওয়া দিলে আক্রমণকারীরা পালিয়ে যান।

বিজ্ঞাপন

মামুনুর রশীদ বলেন, ‘যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? আপনারা আসুন। আমরা নাটক করব।’

নিরাপত্তাবাহিনীর সদস্যের সামনেই ওই ঘটনা ঘটে জানিয়ে মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘তাহলে তারা কী নিরাপত্তা দিয়েছে আমাদের। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

নাট্যকার মাসুম রেজা বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে হামলা করে পালিয়ে গেছেন। আমরা নাট্যকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এটি করেছে, তাদের গ্রেফতার করতে হবে। এদের ভয়ে নাটক বন্ধ হবে না। আমরা প্রতিদিন নাটক করব।’

গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা বলেন, ‘আমরা সারাদেশে প্রতিবাদ কর্মসূচি করব। আমাদের সমাবেশের শেষভাগে এসে কয়েকজন দুর্বৃত্ত এই কাজটি করেছে। হামলা করে তারা পালিয়ে গেছে।’

ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

তিনি বলেন, ‘আমরা সাত দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/এইচআই

গ্রুপ থিয়েটার ফেডারেশন নিত্যপুরাণ সমাবেশে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর