নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন
৮ নভেম্বর ২০২৪ ২০:৪০
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে নুরুল হক লেডু (৫০) নামে এক বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণ ঘটে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাজাবনিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার জুমার নামাজের আগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনের চলাচলের রাস্তার বিভিন্ন স্থানে মাইন পুঁতে রেখে যায়। জুমার নামাজের পর বিকট শব্দ হলে স্থানীয়রা গিয়ে দেখেন এক বৃদ্ধ কাতরাচ্ছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ভাজাবুনিয়ার বাসিন্দা আনু জানান, দুপুরে সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণের কবলে পড়ে গুরুতর আহত ওই বৃদ্ধ। তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি রোহিঙ্গা নাগরিক।
নাইক্ষ্যংছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সারাবাংলা/এসআর
ঘুমধুম সীমান্ত নাইক্ষ্যংছড়ি বৃদ্ধের পা বিচ্ছিন্ন মাইন বিস্ফোরণ