বাড়িতে গাঁজার চাষ, ৩টি গাছসহ মাদক কারবারি আটক
৮ নভেম্বর ২০২৪ ২২:১৯
রাজশাহী: রাজশাহীর চারঘাটে বাড়ির টয়লেটের পেছনে চাষ হচ্ছিল গাঁজার। তিনটি গাঁজার গাছসহ ইয়াসিন (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিন গাঁজা গাছের ওজন ৪৫ কেজি।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পরানপুর গ্রাম থেকে গাছগুলোসহ ওই কারবারিকে আটক করা হয়।
মাদক কারবারির ইয়াসিন পরানপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ইয়াসিন তার বাড়ির টয়লেটের পিছনে দীর্ঘদিন থেকে গাঁজার গাছ চাষা, পরিচর্যা ও উৎপাদন করে আসছেন। উৎপাদিত গাঁজা সে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে তার বাড়ির টয়লেটের পেছনে তিনটি গাঁজা গাছের সন্ধান পাওয়া যায়। ওই তিন গাছের ওজন ৪৫ কেজি। গ্রেফতারকৃত ইয়াসিনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সারাবাংলা/এসআর