চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাস নভেম্বরের শুরুতেই প্রাণ গেল ছয় জনের। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে দু’জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ বছর ৬ মাস বয়সী বিবি মরিয়মের মৃত্যু হয়। তার বাড়ি নগরীর ডবলমুরিং এলাকায়। ডেঙ্গু আক্রান্ত বিবি মরিয়মের মৃত্যুর কারণ হিসেবে এক্সপান্ডেন্ড ডেঙ্গু সিনড্রোম উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সী রহিমার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর বাকলিয়া এলাকায়। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৩১ জনের মৃত্যু হলো। এর মধ্যে নারী ১৬ জন, পুরুষ ১১ জন এবং শিশু চার জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ২১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত আট দিনে মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ২৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছর শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ১০১ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ১৬৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৭৬৮ জন, নারী ৯০৫ জন এবং শিশু ৫৯২ জন।
চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।