Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ ভোটে আসবে কি না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ২২:৩৪

কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

চুয়াডাঙ্গা: আওয়ামী লীগের ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা ভোটে আসবে কি আসবে না। এখনো রাজনৈতিক অঙ্গনে বিশ্বাসঘাতকতার কথাটি উচ্চারিত হয়। শহীদ ছাত্র-জনতার মায়েদের চোখের পানি-দেহের রক্ত এখনো শোকায়নি। শোকাতুর মায়েদের সাথে আপস করার চেষ্টা চালাচ্ছে তারা।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা জেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের জেলা আমীর রুহল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজাজামানের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করতে চায়। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগের আগেও দেশে হত্যাযজ্ঞ চালিয়ে সে লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তিনি এখনো বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন। এখন এমন একটি সময়ে চুয়াডাঙ্গায় রুকন সম্মেলন হচ্ছে যখন বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। অন্তবর্তীকালীন সরকার জনগণের আকাঙ্খা অনুযায়ী রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছে। এ সরকার অবাধ গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন দেবে।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা দলগতভাবে সে সময়, তার কাছে ওয়াদা করেছিলাম, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। দেশবাসী, ছাত্র-জনতা ও সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে।’

সম্মেলনের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা আব্দুল খালেক। উদ্বোধনী বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান।

বিজ্ঞাপন

জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল প্রধান মোবারক হোসেন, অঞ্চল টিম সদস্য ড.আলমগীর বিশ্বাস।

এছাড়াও সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মুসলিম উদ্দিন, আব্দুর রউফ, মাওলানা লোকমান হোসাইন, ড.রুহুল আমিন, মাওলানা মহিউদ্দিন ও জিয়াউর হকসহ উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

হেমন্তেই প্রকৃতিতে শীতের আমেজ
১৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর