Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ সময়ে ইউক্রেনকে ৬ বিলিয়ন ডলার দিচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ২৩:৪৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ১১:৫৭

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আরও একবার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নিচ্ছেন। তবে, শেষ সময়ে ইউক্রেনকে আরও ৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি।

শুক্রবার (৮ নভেম্বর) নিউজউইকের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ জানুয়ারীর আগে পূর্বের চুক্তি অনুযায়ী প্রেসিডেন্সিয়াল ড্রপডাউন অথরিটি (পিডিএ) এর অধীনে ৪ বিলিয়ন ডলার এবং সিকিউরিটি অ্যাসিসটেন্স ইনিশিয়েটিভ থেকে আরও ২ বিলিয়ন দেওয়া হবে ইউক্রেনকে।

এদিকে, ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ইউক্রেন। সেই উদ্বেগ আরও বেড়ে গেছে, প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভসেও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায়।

বিজ্ঞাপন

ইউক্রেনকে নতুন ৬ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়ে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, ‘আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণের আগেই বাইডেন প্রশাসন কিয়েভে ৬ বিলিয়ন ডলার সহায়তা পাঠাবে।’

মাত্র ৭৩ দিনের মধ্যে বাইডেন প্রশাসন ইউক্রেনকে কিভাবে সাহায্য করবে জানতে চাইলে সিং বলেন, ‘আমরা সর্বদা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যোদ্ধাদের সক্ষম করতে সাহায্য করছি। এটা অনেক বড় পার্থক্য গড়ে দেয়।

তিনি আরও বলেন, ‘ এখনও অনেক কাজ করা বাকি আছে এবং প্রতিদিন আমাদের সামরিক বাহিনী সারা বিশ্বে বিভিন্ন অপারেশনে নিযুক্ত রয়েছে। আমরা ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখব।’

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর