ব্রাজিলের কোচ হচ্ছেন গার্দিওলা?
৯ নভেম্বর ২০২৪ ০৯:১৮
ক্লাব ফুটবলে তার জেতা হয়ে গেছে সবকিছুই। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন পেপ গার্দিওলা। তবে জাতীয় দলের কোচ হিসেবে এখনো ‘পরীক্ষাটা’ দেওয়া হয়নি তার। বহুবার প্রস্তাব এলেও ক্লাব ফুটবল ছাড়েননি পেপ। এবার গুঞ্জন উঠেছে, সিটির সাথে চুক্তি শেষ হওয়ার পর ব্রাজিলের কোচ হিসেবে দেখা যাবে গার্দিওলাকে!
স্পেন, ইংল্যান্ড দুই দলের কোচ হওয়ার প্রস্তাব বহুবার পেয়েছেন গার্দিওলা। প্রতিবারই ক্লাব ফুটবলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবশেষ ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করার প্রস্তাব পেলেও সিটির দায়িত্ব ছাড়েননি তিনি। তবে ২০২৫ সালে শেষ হচ্ছে সিটির সাথে তার চুক্তি। গার্দিওলা বেশ কয়েকবার আভাসও দিয়েছেন, সিটির সাথে আর চুক্তি নবায়ন করবেন না তিনি। এছাড়াও ক্লাব ফুটবল ছেড়ে জাতীয় দলের কোচিং করানোর স্বপ্নের কথাটাও স্বীকার করেছেন পেপ।
গার্দিওলাকে ব্রাজিল দলে ভেড়াতে চাচ্ছে, এই খবরটা শোনা গিয়েছিল বছর দুয়েক আগেই। তখন আগ্রহী না হলেও স্প্যানিশ ও ব্রাজিল সংবাদমাধ্যম বলছে, গার্দিওলা এবার ব্রাজিলের কোচ হতে আগ্রহী। তবে সেটা খুব সহসাই হচ্ছে না। ২০২৫ সালে সিটির সাথে চুক্তি শেষ হওয়ার পরেই এ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে দুই পক্ষের মাঝে। একই সাথে এটাও শোনা যাচ্ছে, সিটির দায়িত্ব ছাড়লেও ২০৩০ বিশ্বকাপকে টার্গেট করেই জাতীয় দলের কোচ হিসেবে নাম লেখাবেন পেপ।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ অবশ্য বলছেন, পরবর্তী বিশ্বকাপে দরিভাল জুনিয়রের উপরেই ভরসা রাখতে চান তারা, ‘পেপ পৃথিবীর অন্যতম সেরা কোচ। আমরা তাকে অনেক সম্মান করি। কিন্তু তার সাথে এই মুহূর্তে কোনো যোগাযোগ হয়নি। আমরা এই মুহূর্তে দরিভালের উপরেই পূর্ণ ভরসা রাখতে চাই।’
সারাবাংলা/এফএম