Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে যুদ্ধ সরঞ্জাম ঠিক করবে মার্কিন ঠিকাদার, বাইডেনের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১১:৪২

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে ব্যবহৃত বিভিন্ন যুদ্ধাস্ত্র ও যুদ্ধ বিমানসহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম মেরামত করার জন্য মার্কিন সামরিক ঠিকাদারদের মোতায়েনের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো অনুমতি দিলো।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই নীতির আওতায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধ সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে সহায়তার জন্য মার্কিন ঠিকাদারদের নিয়োগ করতে পারবে।

বিজ্ঞাপন

সিএনএনের খবরে বলা হয়েছে, এই নীতি পরিবর্তনের ফলে মার্কিন ঠিকাদাররা ইউক্রেনীয় সামরিক বাহিনীকে সরাসরি সহায়তা করতে পারবে, যা আগে সীমিত ছিল। এসব ঠিকাদার যুদ্ধক্ষেত্রে অংশ নেবে না, তারা যুদ্ধক্ষেত্রের বাইরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সরঞ্জাম মেরামতের কাজ করবে। মার্কিন প্রতিরক্ষা দফতর শিগগিরই অনলাইনে এই চুক্তির নথিপত্র প্রকাশ করবে।

ইউক্রেনের মাটিতে ঠিকাদার মোতায়েনের ফলে ইউক্রেনে পাঠানো উচ্চ প্রযুক্তির সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণ দ্রুততর হবে। এই সরঞ্জামগুলোর মধ্যে বিশেষভাবে এফ-১৬ ফাইটার জেট ও প্যাট্রিয়ট সিস্টেম রয়েছে, যা মেরামত বা রক্ষণাবেক্ষণে সুনির্দিষ্ট প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন।

বাইডেন প্রশাসন এরই মধ্যে ইউক্রেনে মার্কিন সেনাদের সরাসরি জড়িত না রাখার নীতি মেনে চলছে এবং ইউক্রেনে আমেরিকান নাগরিকদের যাতায়াতেও কঠোর সতর্কতা জারি করেছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, এ সিদ্ধান্তে ইরাক বা আফগানিস্তান থেকে ব্যাপক পরিসরে ঠিকাদারদের মোতায়েন করা হবে না, বরং সীমিত সংখ্যক ঠিকাদার সামরিক সরঞ্জাম মেরামতে সহায়তা করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে/টিআর

ইউক্রেন বাইডেন মার্কিন ঠিকাদার যুদ্ধ সরঞ্জাম

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর