Sunday 10 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১৫:৫৫

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে চলমান যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৮ নভেম্বর) এমএসএন’র প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপে গাজায় ‘সামগ্রিক শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প কাজ করার জন্য প্রস্তুত বলে আব্বাসকে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ফোনালাপে ফিলিস্তিনের প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে হোয়াইট হাউজে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।

কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বৈধতার উপর ভিত্তি করে ন্যায্য ও শান্তি অর্জনের জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে কাজ করার জন্য তার প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন মাহমুদ আব্বাস।

তিনি আরও বলেছেন, গাজা এবং আল আকসা অঞ্চলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।

ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন, তিনি হোয়াইট হাউজে ফিরলে গাজায় ইসরাইল-হামাস এবং লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করবেন বলে জোর দাবি করেছিলেন। কিন্তু কীভাবে এ যুদ্ধ বন্ধ করবেন, সে বিষয়ে কোনো কিছু বলেননি।

তবে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প নিজেকে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবেও দাবি করেন, এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে বাদবাকি ‘কাজ শেষ করবেন’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

গাজায় যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

কেমন ছিল বাংলাদেশের প্রথম টেস্ট?
১০ নভেম্বর ২০২৪ ১০:০৮

ব্রাইটনে পা ফসকে সিটির টানা ৪ হার
১০ নভেম্বর ২০২৪ ০৯:০৪

ম্যাচ জিতেও কেন খুশি নন শান্ত?
১০ নভেম্বর ২০২৪ ০১:২৯

আরো

সম্পর্কিত খবর