Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১৮:১৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ১৮:১৯

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

গত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। এসিসি বাধ্য হয়েই হাইব্রিড মডেলে ভারতের সবগুলো ম্যাচ রেখেছিল শ্রীলংকায়। তখনই প্রশ্ন উঠেছিল, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে তো ভারত? ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা। 

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই ইতোমধ্যে আইসিসিকে পাকিস্তানে না যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। মূলত ভারত সরকারের পক্ষ থেকে ক্রিকেট দলকে পাকিস্তানে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ  হওয়ার কথা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির, খেলা হবে তিনটি ভেন্যুতে। কিন্তু ভারতের এমন সিদ্ধান্তের পর নতুন করে টুর্নামেন্ট নিয়ে ভাবতে হচ্ছে আইসিসিকে। সমাধান হিসেবে আসছে গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল। কেবল পাকিস্তানে যেতে না চাওয়ায় ভারতের প্রতিপক্ষ দলগুলোকে টানা ভ্রমণ করতে হয়েছে দুই দেশে। ক্রিকেটারদের ক্লান্তির জন্য এই হাইব্রিড মডেল নিয়ে সমালোচনাও কম হয়নি। 

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হলে, সম্ভাব্য ভেন্যু কোনগুলো? ক্রিকইনফো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতকেই এগিয়ে রাখছে আইসিসি। শ্রীলংকাও আছে ভাবনায়। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো হাইব্রিড মডেল মেনে নেবে না পাকিস্তান।

আট দল নিয়ে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক পাকিস্তান ছাড়া বাকি সাৎ দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৯৯৬ সালের আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে কোনো আইসিসি ইভেন্ট ফিরতে যাচ্ছে পাকিস্তানে। এই বড় ইভেন্টকে সামনে রেখে আগামী সপ্তাহে টুর্নামেন্টের সূচি ও টিকেট বিক্রির প্রক্রিয়া্র ঘোষণাও দিতে চেয়েছিল  পাকিস্তান। কিন্তু ভারতের এই সিদ্ধান্তের পর সেই পরিকল্পনা আপাতত বাতিল করেছে পিসিবি। 

বিজ্ঞাপন

মূলত রাজনৈতিক বৈরিতার জন্যই ২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে আর পাকিস্তান সফরে যায়নি ভারত। দুই দলের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ভারতের মাটিতে ২০১২-১৩ মৌসুমে। ভারত-পাকিস্তান ম্যাচ এখন কেবল আইসিসি ইভেন্টেই সীমাবদ্ধ।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর