ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ নাকচ ইরানের
৯ নভেম্বর ২০২৪ ১৮:২৫
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে মার্কিন আইন মন্ত্রণালয় যে অভিযোগ করেছে তা নাকচ করেছে তেহরান। স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন আদালতের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণহীন।
ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তিনি বলেন, ‘ইরানবিরোধী চক্র এ ধরনের দাবির পুনরাবৃত্তির মধ্যদিয়ে বিদ্বেষপূর্ণ চক্রান্ত করছে যার লক্ষ্য হলো আমেরিকা ও ইরানের মধ্যকার সমস্যাগুলোকে আরও জটিল করা।’
বাকায়ি জোর দিয়ে বলেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তেহরান বৈধ এবং আইনগত সমস্ত উপায় অবলম্বন করবে।
আরও পড়ুন- ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান
এর আগে শুক্রবার (৮ নভেম্বর) বিচার বিভাগ ফরহাদ শাকেরি (৫১) নামে এক ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনে। কিন্তু অভিযুক্ত ওই নাগরিক ইরানেই অবস্থান করছেন। অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ওই হত্যা চেষ্টা চালায় ইরান।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা তার ছিল না।
বাকায়ি বলেছেন, ইরান ‘ইরানি জাতির অধিকার পুনরুদ্ধার করতে’ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত বৈধ এবং আইনী উপায় ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সারাবাংলা/এইচআই